বাউফলে সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বাউফলে সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মো: দেলোয়ার হোসেন:  পটুয়াখালীর বাউফলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে ক্যালেন্ডার বিক্রির নামে চাঁদাবাজি বিভিন্ন শিরোনামে দৈনিক প্রথম আলো, জনকন্ঠ, সমকাল, ও কালের কন্ঠ পত্রিকায় প্রকাশিত উদ্দেশ্য প্রণোদিত, অসত্য পরিবেশনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আজ সোমবার বিকাল ৫ ঘটিকার সময় প্রেসক্লাব থেকে শুরু হয়ে ইলিশ চত্বর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্কুল,কলেজ , মাদরাসার শিক্ষক, ও নানা শ্রেনীর পেশার মানুষ অংশ গ্রহন করেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদেরের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম, ছিটকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়াম আক্তার নিশু,কাছিপাড়া কলেজের অধ্যাপক আক্তারুজ্জামান বাবুল,কালাইয়া রব্বানিয়া ফাজিল মাদ্ররাসার অধ্যক্ষ মাও: আ; হাই,প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মামুন, চেয়ারম্যানদের পক্ষে আনোয়ার হোসেন বাচ্চু সহ প্রমুখ ।
বক্তরা বলেন ওই ক্যালেন্ডার দেওয়া হয়েছে উপজেলায় মুজিববর্ষ উদযাপনে ১০০ দিনের যে কর্মসূচি নেওয়া হয়েছে তাতে ক্যালেন্ডারে লেখা আছে ,শিক্ষার্থীরা যাতে জানতে পারে সে জন্য প্রতি শিক্ষা প্রতিষ্ঠানে শুভেচ্ছা মূল্যের বিনিময় দেওয়া হয় । কাউকে জোর করে চাপিয়ে দেওয়া হয়নি এবং কোন চাঁদাবাজি করা হয়নি ।
 মিথ্যা ও বানেয়াট মনগড়া সংবাদ প্রকাশের জন্য সংশ্লিষ্ট পত্রিকার সাংবাদিকদের ধিক্কার ও নিন্দা জানানো হয় সভা থেকে। এতে বিশেষ করে উপজেলার সকল শিক্ষকদের সম্মানহানি হয়েছে।
মানববন্ধন ও প্রতিবাদ শেষে উপজেলা পরিষদ হল রুমে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয় । সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মুজিব বর্ষ উদযাপন কমিটি সদস্য সচিব উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার । তিনি বলেন ক্যালেন্ডার বিতরন সহ অন্যান্য যে সব তথ্য পত্রিকায় প্রকাশিত হয়েছে তা অসত্য, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত । উল্লেখিত পত্রিকায় প্রকাশিত সংবাদের মুজিব বর্ষ উদয়াপনের জন্য যে একশত কর্মসূচী ঘোষনা করা হয়েছে, সে বিষয়ে আলোকপাত না করে কেবলমাত্র ক্যালেন্ডারের বিষয়টি আনায় তাদের উদ্দেশ্য স্পষ্ট হয়েছে । তারা অসত্য সংবাদ পরিবেশন করে বাউফলের শিক্ষক ও সর্বস্তরের মানুষ সহ সাবেক চীফ হুইপ ও মুজিব বর্ষ উদযাপন কমিটির আহবায়ক আ.স.ম ফিরোজ এর ভাবমূর্তি ক্ষুন্ন  করেছে।
এসময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান শোশারেফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ার আক্তার নিশু, পৌর আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, সাবেক ভাইস চেয়ারম্যান সামসুল আলম মিয়া,মুক্তিযোদ্ধা আবুল কালাম খান, জেলা পরিষদের সদস্য হারুন অর-রশিদ প্রমুখ ।
উল্লেখ্য ১০ মার্চ দৈনিক জনকন্ঠ,১৩ মার্চ প্রথম আলো, ১৬ মার্চ কালের কন্ঠ পত্রিকায় ক্যালেন্ডার বিক্রির নামে চাঁদাবাজি,পঞ্জিকা ছাপিয়ে বানিজ্যে,ক্যালেন্ডার কুপন বিক্রি অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার কারনে ওই মানববন্ধন ,প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন ।